প্রতিষ্ঠানের ইতিহাস

১৯৮১  সালের কথা,  অত্র এলাকার মুরুব্বিয়ান অত্র এলাকায় শিক্ষা প্রসারে একটি মাধ্যমিক বিদ্যালয় গঠণের প্রয়োজনীয়তা বোধ করেন। এমতাবস্থায়, একটি হাই স্কুল গঠন করা জরুরী হয়ে পড়ে। ইসলাম উদ্দিন সাহেব ডাঃ ফজলুন নূর সাহেবকে সাথে নিয়ে তখন নূর উদ্দিন মেম্বার সাহেবের সাথে আলাপ করতে গেলে নূর উদ্দিন সাহেব বাজারের দোকানে বসেই মন্তেশর আলী মহাজন সাহেবকে খবর করে তার দোকানে নিয়ে আসেন। প্রথম আলাপেই তারা মাধ্যমিক বিদ্যালয় প্রতিষ্ঠার ব্যাপারে  একমত পোষন করে মাঠ পর্যায়ে কাজ শুরু করেন। সারা গ্রামকে ঐক্যবদ্ধ করে ইসহাকপুর পাবলিক উচ্চ বিদ্যালয় নামে মাধ্যমিক বিদ্যালয় স্থাপনের সিদ্ধান্ত গৃহীত হয়। বিদ্যালয়ের জন্য ভূমি দান করেন মাস্টার এখলাছুর রহমান,মোঃ আজিম উল্যাহ, মোঃ আফিজ উল্যাহ, মোঃ আব্দুল মতলিব। প্রথম দিকে বিদ্যালয়ের শ্রেণি কাজ মন্তেশ্বর আলী মহাজন সাহেবের বাড়িতে শুরু হয়। প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক হিসেবে মোঃ কামাল উদ্দিন সাহেব, আব্দুল হক সাহেব, পরবর্তীতে বাবু জগদীশ চন্দ্র ক্ষত্রিয় বিদ্যালয়ের প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করেন। সহকারী শিক্ষক হিসেবে মাওলানা আলা উদ্দিন, মোঃ তোফায়েল আহমদ, আব্দুল কাইয়ুম সহ অনেকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। ইসহাকপুর পাবলিক উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠায় দেশে এবং বিদেশে অবস্থানরত গ্রামের প্রতিটি মানুষের ভূমিকা ছিল অনস্বীকার্য। সকলের নাম আমাদের সংরক্ষনের নাই বলে দুঃখিত; উনাদের মধ্যে কিছু স্মরণিয় নাম হল- মন্তেশ্বর আলী মহাজন, মাস্টার এখলাছুর রহমান, নূর উদ্দিন আহমদ, মোঃ ছায়াদ খান , মোঃ ইসলাম উদ্দীন, মোঃ হিরন খান, হাজী আব্দুস সাত্তার, ডাঃ মোঃ সোনাহর মিয়া, হাজী আওলাদ আলী, ক্বারী এখলাছুর রহমান, মোঃ আরকান উল্যাহ, মোঃ ফজলুল হক মেম্বার, মোঃ ইদ্রিস মেম্বার, মোঃ গোলাম মোস্থফা, মোঃ উসমান গণি, মোঃ আছকির খান, মোঃ আব্দুল আহাদ মহরী, মোঃ আব্দুল মান্নান, আব্দুর রহিম, মোঃ নজিব উল্ল্যাহ মেম্বার, এনামুল হক ইনু মিয়া, মোঃ ছমর উদ্দিন, মোঃ মাহমদ আলী, মোঃ তনজব উল্যাহ, চিত্তরঞ্জন দত্ত পুরকায়স্থ, ধীরেন্দ্র কুমার সেন, মোঃ মানিক মিয়া, মোঃ আকলুছ মিয়া, মোঃ রফিজ উল্লাহ, আব্দুল মান্নান (মনা), মোঃ সমসু মিয়া, মোঃ আলা উদ্দিন, আব্দুল মতলিব, তাজ উল্লাহ প্রমুখ। প্রবাসী ব্যক্তিবর্গের মধ্যে হলেন- আয়াজ উল্লাহ, আব্দুল আলী রউফ, মোঃ জয়নাল খান, আব্দুল বারী, মোঃ জামিল মিয়া, মোঃ জিলু মিয়া, মোঃ সমুজ মিয়া, মোঃ কাছা মিয়া, মোঃ জমসর উদ্দীন, আব্দুল হক, মোঃ সুনা মিয়া , মোঃ রকিব উল্লাহ, মোঃ রফিজ উল্লাহ, তখলিছ আলী, আব্দাল হোসেন, মোঃ মাহমুদ আলী প্রমুখ।

১৯৮২ সালে স্থাপিত বীজ আজ মহিরুহে পরিণত হয়েছে। এ বিদ্যালয়ের শতশত ছাত্রছাত্রী আজ বিভিন্ন ক্ষেত্রে সুপ্রতিষ্ঠিত। শুরু থেকে অদ্যাবধি অবৈতনিক বিদ্যালয় হিসেবে অব্যাবধি পরিচালিত হয়ে আসছে। সবশেষে, ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি যারা অতীতে ও বর্তমানে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সহযোগিতা করছেন।