প্রতিষ্ঠান প্রধানের বাণী

সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলাধীন পৌরসভার অন্তর্গত ১৯৮২ সালে স্থাপিত জগন্নাথপুর-সিলেট সড়কের পার্শ্বে মনোরম পরিবেশে উপস্থিত ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ “ইসহাকপুর পাবলিক উচ্চ বিদ্যালয়” প্রতিষ্ঠার পর থেকে যুগ যুগ ধরে অবৈতনিক বিদ্যালয় হিসেবে শিক্ষার আলো ছড়িয়ে চলেছে এ জনপদে। এ বিদ্যালয়টি  প্রতিষ্ঠাকাল হতে  অবৈতনিকভাবে শিক্ষাদান করে চলছে তার আপন গতিতে। যুগ যুগ ধরে সুনামের সহিত এলাকার শিক্ষার্থীদের মধ্যে শিক্ষাদান করে আসছে। সহপাঠ্যক্রমিক কার্যাবলিতে খ্যাতি রয়েছে জাতীয় পর্যায়ে। লাখো শহীদদের রক্তের বিনিময়ে আমাদের এই দেশ স্বাধীনতা অর্জিত হয়েছে। মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে শহিদদের স্বপ্ন পুরণে জাতি আজ প্রত্যাশা করে। হাজার বছরের শ্রেষ্ট বাঙ্গালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সোনার বাংলা বিনির্মাণে জাতি আজ বদ্ধপরিকর। বর্তমান শিক্ষা বান্ধব সরকারের জাতীয় শিক্ষাক্রম রুপরেখা ২০২১ বিস্তরন ও বাস্তবায়নে জাতীর আশা পূরণ হবে এটাই প্রত্যাশা।

পরিশেষে মহান আল্লাহর নিকট প্রার্থনা করি, এই প্রতিষ্ঠানের শিক্ষার খ্যাতি ও উত্তরোত্তর সাফল্য কামনা করি।

জয় বাংলা, বাংলাদেশ দীর্ঘজীবী হোক।

মোহাম্মদ রুহুল আমিন

প্রধান শিক্ষক

ইসহাকপুর পাবলিক উচ্চ বিদ্যালয়।

জগন্নাথপুর সুনামগঞ্জ